Uncategorized

বাসা বাড়িতে গাছ পালনের অভ্যাস কেন করা উচিত?

best plant shop in bd

গাছ আমাদের পরম বন্ধু কথাটা সবার জানা থাকলেও কারণ হয়তো সবটা আমরা সবাই জানি না।

* অতিরিক্ত রক্ত-চাপ কমিয়ে হৃদ রোগের ঝুকি কমায়।

* ফরমালহাইড, এমোনিয়া এবং জাইলিন নামক ক্ষতিকারক বাতাসের কণিকা শুষে নিয়ে বাতাসকে বিষূদ্ধ করে৷

* মানুষিক অবস্থার উন্নতি ঘটায়।

*বেশি গাছ থাকা এলাকায় বেড়ে ওঠা শিশুদের স্বভাবের মধ্যে নির্মলতা দেখা যায়।

* তাপমাথা নিয়ন্ত্রনে রাখে। যদি গাছ লাগিয়ে বাসাবাড়ির ছাদগুলোকে একটুখানি সবুজ করা যায়, তাহলে শহরের তাপমাত্রা কমে আসবে। ছাদের বাগান বাইরের তাপমাত্রার চেয়ে ঘরের তাপমাত্রা প্রায় ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে। * শক্তির অপচয় তথা খরচ কমায়। * ফর্মালিন তথা ভেজাল ময় খাবারের ভিড়ে, টাটকা ফল এবং শাক-সবজির জোগান করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *