Uncategorized

গাছের পোকা দূর করার উপায়

best plant shop in bd

ইট পাথরের জঙ্গলে একটুখানি সবুজের স্পর্শ পেতে অনেকেই বারান্দা বা ছাদে গাছ লাগান। বিকল্প পদ্ধতিতে গাছের যত্নে শুধু পানি ও সার দিলেই হবে না। খেয়াল রাখতে হবে পিঁপড়া ও পোকামাকড়ের দিকেও। গাছে যদি পিঁপড়া ও পোকার আক্রমণ হয় তাহলে গাছ ধীরে ধীরে মরে যায়।

বাসায় থাকা উপকরণ দিয়েই গাছের পিঁপড়া ও পোকা দূর করা সম্ভব। আসুন জেনে নিই কীভাবে রাসায়নিক উপাদান ব্যবহার না করেই গাছের পোকা দূর করা যায়।-  লেবুর রসের সঙ্গে পানি মিশিয়ে গাছের পাতা ও ডালে স্প্রে করতে হবে। সপ্তাহে ২ দিন গাছে লেবু পানি দিলে পোকা ও পিঁপড়া দূর হবে। সামান্য পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে। বিকেলের দিকে গাছে ডিটারজেন্ট পানি স্প্রে করা ভালো। পরদিন সকালে পানি দিয়ে গাছের পাতা পরিষ্কার করে নিতে হবে। এভাবে মাসে ৪/৫ বার ডিটারজেন্ট পানি দিলে গাছের পোকা ও পিঁপড়া দূর হবে।

খেয়াল রাখতে হবে:-

• টবের ট্রেতে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

• প্রয়োজন অনুযায়ী গাছের ডাল-পাতা ছেটে দিতে হবে।

• গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকলে তা ফেলে দিতে হবে।

• আগাছা পরিষ্কার করতে হবে। তাহলে পোকামাকড়ের আনাগোনাও কমে যাবে।

অতিরিক্ত পানি গাছের গোড়ায় পচন সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজন বুঝে গাছে পানি দিতে হবে। সবজির খোসা, ব্যবহৃত টি ব্যাগ, মাছের আঁশ দিয়ে গাছের চমৎকার সার বানানো যায়। ফলে এগুলো ফেলে না দিয়ে প্রাকৃতিক সার হিসেবে গাছের গোড়ায় দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *