Nursery

প্রতিষ্ঠানে গাছের প্রয়োজনীয়তাঃ

plant shop in bd

প্রকৃতির অপার সৃষ্টি গাছ যেন সৌন্দর্যের এক জীবন্ত মূর্তী। যেকোন মানুষেরই দৃষ্টি আকর্ষন করতে পারা এই গাছ আপনার এবং আপনার প্রতিষ্ঠানের রূপ কয়েক গুন বাড়িয়ে দিতে পারে। গবেষনায় দেখা যায় গাছ রক্ত চাপ কমায়, বায়ু বিষুদ্ধ করে, এবং গাছের সবুজ আমাদের দুশ্চিন্তা মুক্ত রাখে। ফলাফলে গাছের মাধ্যমে খুব সহজেই প্রতিষ্ঠানে থাকা সবার জন্য কাজের পরিবেশটি আরেকটু বেশি স্বাস্থ্য-সম্মত হয়ে ওঠে এবং কাজে মনোযোগ বাড়ে।

# গাছ আপনার প্রতিষ্ঠানের জন্য প্রাকৃতিক সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ পারে৷ তাও আবার অনেক কম খরচে। এসব ইনডোর গাছ গুলো স্বভাবগত ভাবেই অনেক শক্ত হয়ে থাকে। ফলে তাদের রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ। ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমরা অনেক খরচ করে দামী ম্যাটেরিয়ালস দিয়ে নিজেদের প্রতিষ্ঠান সাজানোর চেষ্টা করি। যার মধ্যে বেশির ভাগ জায়গাজুড়ে থাকে আর্টিফিশিয়াল গাছ। এই ধারণা থেকে বেরিয়ে আসার এখনই সময়। প্রয়োজন অনুযায়ী ইনডোর প্লান্ট দিয়ে আমাদের প্রতিষ্ঠান গুলো সাজালে যেমন সৌন্দর্য বর্ধন হবে তেমনি অফিসের পরিবেশটি হবে আপনার আমার সবার জন্য আরেকটু সহনশীল।

# গাছ বাতাস বিশুদ্ধ করে৷ প্রতিষ্ঠান মানেই কর্মীদের কর্ম চাঞ্চল্যতা এবং একসাথে একই জায়গায় অনেক গুলো মানুষ। সবার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস সরবরাহ এবং প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ তৈরী করার জন্য প্রতিষ্ঠানের ভেতরে গাছ অনেক বড় ভূমিকা রাখতে পারে।

# গাছ প্রাকৃতিক শব্দ নিরোধক হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানের সঠিক জায়গায় সঠিক গাছটি রাখা গেলে বাহিরে থেকে যানবাহনের কোলাহল অফিসের ভেতরে আসা কমে যেতে পারে অনেক অংশে। আবার যেই সব ফ্যাক্টরি গুলোতে অতিরিক্ত যান্ত্রিক শব্দ তৈরী হয় এবং যারা এই শব্দ গুলোকে কোন ভাবেই বন্ধ না করতে পারার ফলে আসে পাশের সোসাইটি থেকে প্রায়ই অভিযোগ পাচ্ছেন, তারা ফ্যাক্টরি গুলোতে গাছ লাগানোর মাধ্যমে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন।

# গাছ আমাদের মানসিক অবস্থা কে উন্নত করে৷ ১৯৯০ সালে নরওয়ের একটি ইউনিভার্সিটি থেকে প্রকাশিত গবেষণার ফলাফল – যদি কোন প্রতিষ্ঠানে গাছ রাখা হয় তাহলে সেই প্রতিষ্ঠানের কাজ করা সবার অসুস্থ হওয়ার প্রবণতা যেই অফিসে গাছ নেই তাদের চাইতে ২৫% কম থাকে।

# আপনার অফিসের ডেস্কে একটি গাছ আপনার দৈনন্দিন অথবা মাসিক কাজের লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে। ব্যস্ততা, কাজের চাপ এবং দুশ্চিন্তা এসব কিছুর মধ্যে থেকে সৃজনশীল কাজ করা কতোটা কঠিন তা আমরা সবাই জানি। সেখানে গাছ আপনার মধ্যকার সৃজনশীলতা বাড়িয়ে দিতে পারে। University of Exeter, 2014 এর একটি রিসার্চে দেখা যায় প্রতিষ্ঠানে গাছ থাকলে কর্মীদের কর্ম ক্ষমতা ১৫% পর্যন্ত বেড়ে যায়, বিগত সময়ে গাছ না থাকা অবস্থানের তুলনায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *