Nursery

বর্ষার ফুল রেইনি লিলি

রেইন লিলি
রেইন লিলি হচ্ছে রজনীগন্ধা জাতীয় লিলি পরিবারভুক্ত গাছ। উদ্ভিদতাত্ত্বিক নাম Zephyranthes rosea এবং ইংরেজী নাম rosy rain lily, fairy lily, rose zephyr lily, pink rain lily, magic lily, grass lily ইত্যাদি। এই ফুল গাছের গোড়ায় অনেকটা পিঁয়াজাকৃতির কান্ড হয়ে থাকে বলে এর জনপ্রিয় বাংলা নাম পিঁয়াজ ফুল। এটি চন্দ্রতারা ফুল নামেও পরিচিত।

এরা শুধু বর্ষাতে ফোটে; হয়তো তাই এর নাম রেইন লিলি। বিশেষ করে ভারী বৃষ্টির পর একে সজীব ও প্রফুল্ল দেখায়! সব লিলিই ভূঁই ফোঁড় শ্রেনীর কারণ এই ধরনের ফুল, গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। উর্ধ্বমুখী পুষ্পদন্ড লম্বায় প্রায় ৮-১২ ইঞ্চি লম্বা হয়। এদের ফুল সাদা, হলুদ, বেগুনি ও গোলাপী রঙের হতে পারে। সাদার উপরে খয়েরী ডোরা আঁকা একটি প্রজাতিও পাওয়া যায়।

রেইন লিলিতে এক ধরনের শুয়োপোকা হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিকের প্রিয় খাদ্য।

রেইন লিলির পিঁয়াজাকৃতির কান্ড বিষাক্ত টক্সিন বহন করে যা হাঁস-মুরগী সহ গৃহপালিত পশুর পীড়ার কারন হতে পারে আবার মানুষের বমি এমন কি মৃত্যুর কারনও হতে পারে।

ক্যারিবীয় ও ক্রান্তীয় অঞ্চলসহ প্রায় বিশ্বজুড়ে এর দেখা মিলে। রেইন লিলি অন্যান্য লিলি প্রজাতির তুলনায় কম শীতসহিষ্ঞু এবং প্রচন্ড শীত ও দীর্ঘ খরার সময় তারা সুপ্ত থাকে। যেনতেন যত্নে ফোটা এই ফুলের উজ্জ্বল বর্ণচ্ছটা আপনাকে মুগ্ধ করবে নিঃসন্দেহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *