Nursery

মরুর গোলাপ এ্যাডেনিয়াম(Adenium)

এ্যাডেনিয়াম বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় ফুল উৎপাদী উদ্ভিদ প্রজাতি। এটি মধ্য ও দক্ষিণ – পূর্ব আফ্রিকার জিম্বাবুয়ে, ইয়েমেন,সুদান প্রভৃতি দেশের একটি ছোট,ঝোঁপালো,রসালো ফুল গাছ।এর বৈজ্ঞানিক নাম Adenium multiflorum.অন্যান্য জনপ্রিয় নাম হচ্ছে Adenium,Desert Rose,Impala Lily,Bangkok Kalachuchi ইত্যাদি। Adenium এর অনেকগুলো প্রজাতি রয়েছে।

Apocynaceae পরিবারের অন্তর্ভুক্ত অন্যান্য রসালো প্রজাতির ন্যায় এ্যাডেনিয়ামেরও দুধে সাদা আঠা রয়েছে।এ্যাডেনিয়ামের কিছু প্রজাতির আঠালো রসে আবার বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে।এই আঠা উপজাতীয় লোকজন তীরের ফলায় বিষ হিসেবে এবং জলজ প্রাণী ও মৎস নিস্তেজ করতে ব্যবহার করে।

বিশেষ গাঠনিক সৌন্দর্য এবং শতবর্ষীয় আয়ুরর জন্য অনেকে একে পবিত্র বৃক্ষ হিসেবে বিবেচনা করে।এ্যাডেনিয়াম গাছের নীচের অংশটি স্ফীত।বছরের পর বছর এটি টবে বেঁচে থাকতে সক্ষম,এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে একে বনসাই করা হয়।
এ্যাডেনিয়াম হাইজপ্লান্ট হিসেবে খুবই জনপ্রিয়।লাল ব্যাকগ্রাউন্ড এ ফোটা সাদা তারার মতো ফুলগুলো অতুলনীয় – আনিন্দ্য। বছরে একবার ফুল ফোটে এবং ভালো মানের ও প্রচুর ফুল ফোটানোর জন্য শুষ্ক মৌসুম আবশ্যক।কলমে এর চাষ করা যায়। চারা খুব ধীরে বাড়ে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *